Site icon Jamuna Television

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখায় নতুন পরিচালক নিয়োগ; আমিনুল ওএসডি

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক হিসেবে ডা. আমিনুল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন ডা. ফরিদ হোসেন। তিনি এর আগে, মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল- এমবিডিসি’র উপপরিচালক ছিলেন। আগের পরিচালক ডা. আমিনুল হাসানকে ওএসডি করা হয়েছে।

এর আগে, নানা অনিয়মের অভিযোগে বুধবার স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। গতকাল বুধবার (২২ জুলাই) অধিদফতরের পরিচালক ডা. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়। লাইসেন্স নেই জানার পরও করোনা চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের অনুমোদন দেয়াসহ হাসপাতালের জনবল ও অবকাঠামো ঠিকঠাক আছে জানিয়ে প্রতিবেদন দেন তিনি। পাশাপাশি রিজেন্টকে অর্থ ছাড়ের জন্য বারবার মন্ত্রণালয়ে সুপারিশও করেন ডা. আমিনুল।

তার আগে, অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ। গত মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ইউএইস/

Exit mobile version