Site icon Jamuna Television

ট্রলের শিকার জাকারবার্গ

নানা কারণে আলোচনা সমালোচনায় থাকে সামাজিক মাধ্যম ফেসবুক। সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগের কারণে যখনই খবরের শিরোনাম হয় ফেসবুক তখনই প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠানতা মার্ক জাকারবার্গের নামও সামনে আসে।

এবার তার ব্যক্তিগত বিষয় নিয়েই ট্রল ও হাসাহাসি শুরু হয়েছে। সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের কাউআই দ্বীপে বেড়াতে গিয়েছিলেন মার্ক জাকারবার্গ। সেখানকার সমুদ্রে সার্ফিং করার আগে সূর্যের অতি বেগুনি রশ্মী থেকে বাঁচতে পুরো মুখে সানস্কিন ক্রিম লাগিয়ে নেন।

এক ফটোগ্রাফার তার সাদা মুখের ছবি তুলে ভাইরাল করে দেন। ব্যস, এ ছবি দিয়ে একের পর এক ট্রল করা হচ্ছে।

সার্ফিংয়ের সময় জাকারবার্গ টাইট ফিটিং সোয়েটশার্টও পরেছিলেন। এ নিয়েও চলছে হাসাহাসি। ছবিটি এডিট করে কোনো কোনো ব্যবহারকারী তার কাপড়ও বদলে দিয়েছেন। তবে দক্ষ সার্ফার এমিলি মিলারের মতে, সানস্কিন মেখে ঠিক কাজই করেছেন জাকারবার্গ।

Exit mobile version