Site icon Jamuna Television

রিজেন্ট কেলেঙ্কারির হোতা সাহেদকে র‌্যাবে হস্তান্তর

করোনা চিকিৎসায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে র‍্যাবের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে তাকে মামলার নথিপত্রসহ হস্তান্তর করা হয়। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর র‍্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলাটি অধিকতর তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।

তবে, আবেদনের পর গত মঙ্গলবার মামলার তদন্তভার র‍্যাবকে দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, সাহেদকে নিয়ে অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করবে ডিবি।

Exit mobile version