Site icon Jamuna Television

রংপুরে হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট:

রংপুর মহানগরীর ধাপ এলাকার সেবা হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতাল মালিক ভুয়া চিকিৎসক শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ওই হাসপাতালে অভিযান চালায় র‍্যাব এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

র‍্যাব-১৩ রংপুর ক্যাম্পের কমান্ডার হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের মালিক রফিকুল ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ট্রিটমেন্ট এবং ব্যবসা করে আসছিলো। এছাড়াও ক্লিনিকটির কোন লাইসেন্স ছিলো না। র‍্যাবের অভিযানে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়। এ সময় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান জানান, ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে রফিকুল ইসলামকে। কারণ তিনি কোন ধরণের লাইসেন্স ছাড়াই অনুমোদহীনভাবে দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি পরিচালনা করে আসছিলেন।

Exit mobile version