Site icon Jamuna Television

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মাটি কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার সিংড়া গ্রামে এই ঘটনা ঘটে।

সিংগা ইউনিয়নের চেয়ারম্যান প্রনব সরকার এবং গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফারুক আহম্মেদ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তিরা হলো- সিংগা পশ্চিমপাড়া গ্রামের রবি চরন বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাস (৩৫) এবং একই গ্রামের নেপাল সমাদ্দারের ছেলে সুজিৎ সমাদ্দার (৪০)। জানা গেছে, এরা দুই মাটি কাটা শ্রমিক ট্রলারে করে মাটি কেটে নিয়ে লোকজনের বাড়িতে দেয়ার উদ্দেশ্যে সিংগা পশ্চিমপাড়া দত্তবাড়ির কাছে আসলে বাশেঁর লগির সাথে বিদ্যুতের খুটিতে টানানো তারের সাথে লেগে তারা বিদ্যুতায়িত হয়।

পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

Exit mobile version