Site icon Jamuna Television

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভৈরব প্রতিনিধি:

ভৈরবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে শিশু দু’টি আপন দুই বোন এবং ওই এলাকার দুলামিন দুলাল মিয়ার কন্যা।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী হেলেনা বেগম ও রফিক মিয়া জানান, আজ বিকেলের দিকে শিশু দু’টি নিখোঁজ হয়। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়িঘরে খোঁজ করে ব্যর্থ হয়।

একপর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানিতে তলিয়ে যাওয়া সন্দেহে সেখানেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও শিশু দু’টির সন্ধান মেলেনি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের ডোবায় লাশ দু’টি ভেসে উঠলে তারা সন্ধান পায়।

Exit mobile version