Site icon Jamuna Television

পজেটিভ নেগেটিভ বিড়ম্বনায় অমিতাভ বচ্চন

করোনা টেস্টে নাকি নেগেটিভ এসেছে রিপোর্ট, তাইতো আনন্দে আত্মহারা ভক্তরা। কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই অমিতাভ নিজেই নিশ্চিত করলেন তিনি এখনও করোনা পজেটিভ।

একের পর এক এরকম ভুয়া খবরে বিরক্ত বলিউডের শাহেনশা। সেইসাথে দিশাহারা অনুরাগীরাও। বৃহস্পতিবার সকাল থেকে সংবাদমাধ্যমের একাংশে এরকম গুজব ঘুরপাক খেতে দেখা যায়।

তাইতো সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানিয়েছেন, ফের ভুয়ো খবর তাঁকে নিয়ে। এখনও তিনি করোনামুক্ত হননি। টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ অমিতাভ পুরো ঘটনাকে সোশ্যালে বর্ণনা করেছেন দায়িত্বজ্ঞানহীন, মিথ্যে, ভুয়া, অপপ্রচার হিসেবে। যদিও তাঁর এই ‘রাগী যুবক’ ইমেজে নতুন করে আরও একবার মজেছেন নেটিজেনরা।

উল্লেখ্য গত ১১ জুলাই অসুস্থ হন অমিতাভ। করোনা টেস্টে পজেটিভ আসে তার। এরপর থেকেই প্রতিদিন নিয়ম করে ব্লগে নিজের এবং পরিবারের সবার শারীরিক অবস্থার কথা অনুরাগীদের জানাচ্ছেন তিনি। বৃহস্পতিবার নিজের দু’টি ছবির কোলাজ পোস্টও করেন তিনি।

Exit mobile version