Site icon Jamuna Television

এবার চেংদুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ চীনের

এবার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিল চীন। আজ শুক্রবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটি। এ ঘটনা এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টোনে চীনের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। এছাড়া চীনের ৩ জন গবেষককে আটক করেছে যুক্তরাষ্ট্র।

যদিও যুক্তরাষ্ট্র বলছে, নিজেদের ‘বুদ্ধিবৃত্তিক সম্পত্তি’ রক্ষার জন্য কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীন এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক উসকানি’ বলে আখ্যা দিয়েছে।

চেংদুতে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় মার্কিন কনস্যুলেটটি। এখানে ২০০’র বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছ। এই কনস্যুলেটটি তিব্বতের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাণিজ্য ও করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। পাশাপাশি হংকংয়ে বিতর্কিত নতুন সুরক্ষা আইন চাপিয়ে দেওয়ায় চীনের প্রতি ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

Exit mobile version