Site icon Jamuna Television

ভারতে একদিনে আক্রান্ত প্রায় অর্ধলাখ, মৃত্যু ছাড়াল ৩০ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন মানুষ। দৈনিক আক্রান্তের হিসাবে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ১২ লাখ ৮৭ হাজারেরও বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৯ হাজার ৩১০ জন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাশাপাশি ৩০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোভিড- ১৯।

বৃহস্পতিবার সারা দিনে ৭৪০ জন করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে নতুন করে আরও বহু মানুষ এই রোগের শিকার হচ্ছেন।

পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে নতুন করে ২ হাজার ৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭৯৫।

বৃহস্পতিবার সারাদিনে পশ্চিবঙ্গে ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে কলকাতাতে মৃত্যু হয়েছে ১৯ জনের।

Exit mobile version