Site icon Jamuna Television

৬৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাগরের মাছ ধরা শুরু

৬৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাগরের মাছ ধরা শুরু হয়েছে। মধ্যরাতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ভোর থেকে সাগরে নেমেছে জেলেরা।

জাল আর ট্রলার নিয়ে নদীতে ছুটছেন জেলেরা। মাঝি-মাল্লাদের হাকডাকে উপকূলে ফিরে পেয়েছে চিরচেনা রূপ। স্বস্তি নেমে এসেছে জেলে পল্লীতে। সাগরের মাছসহ বিভিন্ন মূল্যবান প্রাণিজ সম্পদ রক্ষায়, গত ১০ মে থেকে ২৩ জুলাই বঙ্গোপসাগরের জাল ফেলা ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

এবারই প্রথম বাণিজ্যিক ট্রলারের পাশাপাশি সাগরে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এসময়টিতে নিষেধ অমান্যকারীদের জন্য ছিল বিভিন্ন মেয়াদে শাস্তির ব্যবস্থা।

Exit mobile version