Site icon Jamuna Television

পটুয়াখালীতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী শহরের সাউথ কিং আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকালে শহরের ফটিকের খেয়াঘাট এলাকার ওই হোটেলের ৯০৩ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। নিহতের বাড়ি খুলনায় এবং তার নাম পিংকি (২৪)। এ সময় হোটেল রেজিস্টার বই থেকে পাওয়া স্বামী রাহাত নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ।

সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, তিন দিন আগে স্বামী স্ত্রীর পরিচয়ে হোটেল রেজিস্টারে নাম ঠিকানা উল্লেখ করে পিংকি ও রাহাত সাউথ কিং হোটেলের ৯০৩ নম্বর কক্ষে অবস্থান করছিলো। খুলনার খালিশপুরে তাদের বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়েছে।

তিনি জানান, সকাল ৭টার দিকে তার সাথে থাকা রাহাত নাস্তা আনতে বাইরে যায়। ফিরে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও কোন সাড়া না পেয়ে দরজার একটি ছিদ্র দিয়ে দেখতে পায় পিংকি ফ্যানের সাথে ঝুলছে। পরে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, ওড়না দিয়ে ওই নারী ফ্যানের সাথে ফাঁস লাগিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার সাথে থাকা স্বামী পরিচয়ে রাহাতকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Exit mobile version