Site icon Jamuna Television

২৪ ঘণ্টার মধ্যে বিএনপির শীর্ষ কয়েক নেতা যোগ দিচ্ছেন বিএনজেপিতে!

বিএনপির শীর্ষ স্থানীয় বেশ কয়েকজন নেতা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়ছেন- এমন দাবিই করা হলো সংবাদ সম্মেলনে। আর এই দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের (বিএনজেপি) চেয়ারম্যান মো.ফয়েজ চৌধুরী।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফয়েজ চৌধুরী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের দুনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে দলটির স্থায়ী কমিটির অনেক নেতাসহ শীর্ষস্থানীয় নেতারা বিএনজেপিতে যোগ দেবেন।

বিএনজেপি চেয়ারম্যান আরও বলেন, বিএনপির অনেক সিনিয়র নেতা আমাদের দলে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দিতে দেখা যাবে।

ফয়েজ চৌধুরী জানান, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বিএনজেপি। এই্ দলের প্রতি সরকারের কোন মদদ নেই দাবি করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার পর ফের সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন বিএনজেপির নেতারা।

Exit mobile version