Site icon Jamuna Television

টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়, মগড়া ইউনিয়নের চরখিদির উত্তরপাড়া গ্রামের মো. আবুল হোসেনের স্ত্রী ছেলে শান্ত (৬) কে সঙ্গে নিয়ে শুক্রবার দুপুরে বাড়ির পাশে সড়কে পাটের আঁশ ছাড়াতে যান। এ সময় শান্ত সড়কের পাশে পানির মধ্যে থাকা কলাগাছের ভেলায় খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে পানি থেকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী (বেড়বাড়ী) গ্রামের নুরুল ইসলামের ছেলে ইয়ামিন (১২) বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায়। নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version