Site icon Jamuna Television

সুশান্তের মৃত্যু, এবার কঙ্গনাকে পুলিশের তলব

সুশান্ত সিং রাজপুত রহস্যমৃত্যুতে কঙ্গনা রানাউতকে তলব করেছে মুম্বাই পুলিশ। বান্দ্রা থানায় এসে জবানবন্দি দিতে বলেছেন তদন্তকারীরা। বর্তমানে লকডাউনের কারণে এখন হিমাচল প্রদেশের পৈতৃক বাড়িতে রয়েছেন এই অভিনেত্রী।

কঙ্গনা রানাউত’র আইনজীবী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ১৭ মার্চ থেকে কঙ্গনা সিমলায় রয়েছেন। উনি পুলিশকে অনুরোধ করেছেন একটা দলকে হিমাচলে পাঠাতে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত ৪০ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বাই পুলিশ। তালিকায় রিয়া চক্রবর্তী-সহ আদিত্য চোপড়া, শানু শর্মা কাস্টিং ডিরেক্টর, সাংবাদিক রাজীব মসন্দ এবং দিল বেচারা ছবির পরিচালক মুকেশ ছাবড়াও আছেন।

এদিকে সুশান্তের শেষ ছবি মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার।

Exit mobile version