Site icon Jamuna Television

মশা কেন রক্ত পান করে? বিজ্ঞানীরা খুঁজে বের করলেন আসল কারণ

মশার কামড় নিয়ে বিরক্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেন মশা রক্ত পান করে? এমন প্রশ্ন হয়তো অনেকের মনে জেগেছে। উত্তর পাওয়া যায়নি। এবার নিউ জার্সির প্রিস্টন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এ প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন।

তারা জানান, সাধারণত স্ত্রী মশা রক্ত পান করে। পুরুষ মশা রক্ত পান করে না।

এডিস এজেপ্টি মশার উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীদের দাবি, সবরকম প্রজাতির মশা রক্ত পান করে না। বহু প্রজাতির মশার খাদ্যাভাস আলাদা।

প্রিস্টন ইউনিভার্সিটির গবেষক নোয়া রোজ জানান, সাধারণত যে সব জায়গায় গরম বেশি সেখানকার মশা রক্ত পান করে। কারণ প্রজননের সময় মশার আদ্রতার প্রয়োজন পড়ে। জলের অভাব হলে মশার প্রজননে সমস্যা হয়। জলের অভাবেই মশার রক্ত পান করার অভ্যেস তৈরি হয়েছে। আর মশার এই অভ্যেস তৈরি হয়েছে আজ থেকে হাজার বছর আগে। মশা শরীরে জলের অভাব পূরণ করতেই মানুষ বা অন্য প্রাণীদের রক্ত পান করে।

সুত্র: জিনিউজ।

Exit mobile version