Site icon Jamuna Television

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়: মহাপরিচালক

স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সরকারের একার নয়। এ মন্তব্য করেছেন, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

পরে, সাংবাদিকদের বলেন, দুর্নীতির জন্য সবাই দায়ী। এখানে ব্যক্তি সততাই মুখ্য বিষয়। আশা প্রকাশ করেন, স্বাস্থ্য খাতে অবস্থার উন্নতি হবে।

নতুন মহাপরিচালক, কাল দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানান। তিনি বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Exit mobile version