Site icon Jamuna Television

টঙ্গীতে শ্রমিক আন্দোলন ঠেকাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় শ্রমিক ছাঁটাই, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনে নামে বেলাটেক্স লিমিটেড এর শ্রমিকরা। সকালে সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়ক আবোরধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে; সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

এদিকে, আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে আসতে বলায় শ্রমিকেরা পুলিশের ওপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারশেলও নিক্ষেপ করা হয়। এসময় শিল্প পুলিশের এসপি এস আলম সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

Exit mobile version