Site icon Jamuna Television

চলতি বছরেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন: প্রতিমন্ত্রী

ফাইল ছবি

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে কেরানীগঞ্জের ৮ টি ইউনিয়ন পরিষদে দ্রুত গতির ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি উদ্বোধন করে একথা জানান প্রতিমন্ত্রী।

ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নিয়ে নসরুল হামিদ বলেন, ইন্টারনেট কানেক্টিভিটি এলাকার তরুণদের কর্মসংস্থান সৃষ্ঠিতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০২১ সালের মধ্যে সারাদেশের ৪ হাজার ইউনিয়ন পরিষদে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হবে।

Exit mobile version