করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।
আজ শনিবার সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গত ২৩ মে তাকে কেন্দ্রীয় ঔষধাগার থেকে সেনা সদরে ফিরিয়ে নেয়া হয়।

