Site icon Jamuna Television

বৌদির পাঁপড় খেলেই সারবে করোনা, দাবি বিজেপি মন্ত্রীর

এবার পাঁপড় খেয়ে করোনামুক্তির ওষুধ দিলেন ভারতের এক বিজেপি নেতা। সম্প্রতি এক টুইটে এমন দাবি করলেন ভারতের কেন্দ্রীয় শিল্প প্রতিমন্ত্রী ও বিজেপি নোত অর্জুন রাম মেঘসওয়াল।

‘ভাবিজি পাঁপাড়’ নামে এক পাঁপগের ব্র্যান্ড লঞ্চ উপলক্ষে তিনি দাবি করেন- এই পাঁপড় খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি বেড়ে করোনা সংক্রমণ রোধ করার শক্তি তৈরি হয়। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এই পাঁপড়।’

তিনি আরও বলেন, ‘আত্মনির্ভর প্রকল্পের অধীনে অভিষেক হয়েছে ভাবিজি পাঁপড়ের।

এখনও পর্যন্ত করোনার কোনও না আসলেও ভারতে করোনা সংক্রমণের শুরু থেকেই ভাইরাস রোধ করার বিবিধ টোটকা ও দেশীয় ওষুধের প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা।

Exit mobile version