Site icon Jamuna Television

গুলিস্তান চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

শনিবার রাত সাড়ে নয়টার দিকে গুলিস্তান এলাকা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, একজন ট্রাফিক সার্জেন্ট তার ব্যক্তিগত মোটরসাইকেল রেখে কিছুক্ষণ পর সেখানে এসে দেখতে পায় একটা ব্যাগ তার মোটরসাইকেলের পিছনে ঝুলছে। তখন ওই ব্যাগটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে যায়।

তারপর যানচলাচল নিয়ন্ত্রণ করে ডাকা হয় বোমা নিষ্ক্রিয়করণ দলকে। তারা এসে নিষ্ক্রিয় করার পর জানায়, ভিতরে ডেটোনেটর পাওয়া গেছে।

ইউএইস/

Exit mobile version