Site icon Jamuna Television

ছুরি নিয়ে হামলা, অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ছাত্রী রিমান্ডে

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রবীণ এক ব্যক্তির ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগে আটক বাংলাদেশি এক ছাত্রীকে রিমান্ডে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগ এনেছে পুলিশ।

আদালতে ২৪ বছর বয়সী মোমেনা সোমাকে আইএস মতাবলম্বী হিসেবে আখ্যা দিয়ে মেলবোর্ন পুলিশ দাবি করেছে, তার হামলার ধরণ জঙ্গি সংগঠনটির সাথে মিলে যায়।

পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ, যা আমলে নেন বিচারক। আত্মপক্ষ সমর্থনে কিছু বলেননি সোমা। এমনকি জামিনের জন্যেও আবেদন করেননি তিনি।

গত ১ ফেব্রুয়ারির স্টুডেন্ট ভিসায় মেলবোর্ন যান তিনি। ভাড়াটিয়া হিসেবে থাকছিলেন হামলার শিকার ওই ব্যক্তির বাড়িতে। পুলিশ জানায়, শুক্রবার মিল পার্ক এলাকায় ৫৬ বছর বয়সী ঘুমন্ত ওই ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান সোমা।

Exit mobile version