Site icon Jamuna Television

বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের কাছে ইঞ্জিনসহ কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের বুকিং মাস্টার রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২টার দিকে প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুতে উঠার কয়েকশ গজ আগেই ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। তবে কখন উদ্ধার তৎপরতা শুরু হবে তা তিনি বলতে পারেননি।

এদিকে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই বসে থাকতে দেখা গেছে ঈদে ঘরমুখো যাত্রীদের।

Exit mobile version