Site icon Jamuna Television

নিজেদের প্রথম ইনিংসের রান টপকাতে পারবে কি বাংলাদেশ?

তৃতীয় দিনের শুরুতে ৩৩৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। একেকর পর এক ব্যাটসম্যান আসছেন, এবং যথারীতি প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন।

এ প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশ দলের সংগ্রহ ৮ উইকেটে ১০৪ রান। আগের ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১১০ রান।

খেলার এ অবস্থায়, চা বিরতি পর্যন্ত বাংলাদেশ দল পিচে অবস্থান করবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে বেশ বড় ধরনের সংশয়। চা বিরতির আগেই বাংলাদেশ গুটিয়ে গেলে আড়াই দিনে বেশ বড় ব্যবধানে টেস্ট হারতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩৩ রান। তিনটি চারের মারসহ ৪৭ বলে এ রান করেছেন মুমিনুল হক।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version