Site icon Jamuna Television

বন্যার পানি বাড়ছে, দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ

বন্যার পানি বাড়ছে, দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ

এখনও বাড়ছে পদ্মা, ব্রহ্মপুত্র আর যমুনা নদীর পানি। সঙ্গে নদী ভাঙন। দুর্গত এলাকায় শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা’সহ ব্রহ্মপুত্র তীরবর্তী চর ও জনপদের বেশিরভাগই তলিয়ে গেছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ। প্লাবিত পদ্মা তীরবর্তী শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জের বিস্তীর্ণ এলাকা।

এদিকে গাজীপুরের কয়েকটি উপজেলা বন্যাকবলিত। ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। দুর্গত এলাকায় খাদ্য-পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তার ওপর দূরবর্তী গ্রাম কিংবা দুর্গম জনপদে যাচ্ছে না কেউ। বেসরকারি উদ্যোগে সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৩১ জেলায় বন্যায় দুর্গত প্রায় ৪০ লাখ মানুষ। আগস্টের প্রথম সপ্তাহ থেকে উন্নতি হতে পারে পরিস্থিতির।

Exit mobile version