Site icon Jamuna Television

রিমান্ড শেষে আদালতে সাহেদ, ৪০ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রতারণার মামলায় ১০ দিনের রিমান্ড শেষে আদালতে নেয়া হয়েছে রিজেন্টের চেয়ারম্যান সাহেদকে। দশটার সময় বসেছে আদালত। সাহেদকে আদালতে তোলা হবে কিনা তা এখনও জানা যায়নি।

এদিকে অস্ত্র আইনে করা মামলায় সাতক্ষীরা আদালতে সাহেদকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানা গেছে। করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গত ১৬ জুলাই সাহেদকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

একই দিন শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত রিমান্ডের এই আদেশ দেন। এরআগে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থানার সীমান্ত এলাকা থেকে একটি অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করা হয় সাহেদকে। এ ঘটনায় তার বিরুদ্ধে দেবহাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

Exit mobile version