Site icon Jamuna Television

রায়হান কবিরের মুক্তির জন্য লড়বেন দুই আইনজীবী

রায়হান কবির মুক্তির জন্য লড়বেন দুই আইনজীবী

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশি যুবক রায়হান কবিরের মুক্তির জন্য আইনি লড়াইয়ে নামার কথা জানিয়েছেন দেশটির দুইজন আইনজীবী। দেশটির গণমাধ্যম মালয় মেইল রোববার সকালে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, আইনজীবী সুমিতা সানথিনী এবং সেলভারাজা চিন্নিয়া প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মামলার সঙ্গে নিজেদের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন।

দুটি ভিন্ন ফার্মের দুই আইনজীবী শনিবার রাতে বিজ্ঞপ্তিতে জানান, তারা এরই মধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবং রয়্যাল মালয়েশিয়া পুলিশকে তাদের নিয়োগের বিষয়ে অবগত করেছেন। চিঠিতে আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে দেখা করার তারিখ চেয়েছি, সংক্ষিপ্ত বিবৃতিতে দুই আইনজীবী বলেন, সোমবার দুপুর দুইটার দিকে আমরা বুকিত আমানে থাকবো।

উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রামাণ্যচিত্রে অভিবাসীদের প্রতি মালয়েশিয়ান প্রশাসনের আচরণের বর্ণনা দেন নারায়ণগঞ্জের ছেলে রায়হান। ওই অনুষ্ঠান প্রচারিত হওয়ার পরপর তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। এছাড়া ৭ জুলাই নোটিশ জারি করে তার সন্ধান চাওয়া হয়। এরপর শুক্রবার তাকে গ্রেফতারের খবর আসে।

Exit mobile version