Site icon Jamuna Television

মার্কিন বায়োটেক মডার্নার তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল আগামী সপ্তাহে

মার্কিন বায়োটেক মডার্নার তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল আগামী সপ্তাহে

আগামী সপ্তাহেই কোভিড ভ্যাকসিন- এমআরএনএ’র তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু করবে, মার্কিন বায়োটেক মডার্না।

বলা হচ্ছে, এ পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিতে পারেন পরীক্ষায়। তাদের শরীরে টিকা প্রয়োগের পর রাখা হবে নিবীড় পর্যবেক্ষণে। প্রথম দু’দফার ট্রায়ালের ফলাফল ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে’ প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ৩টি আলাদা ডোজ প্রয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবকদের শরীরে। যার প্রভাবে, ভাইরাসটি মোকাবেলায় তৈরী হয়েছে প্রতিরোধ ব্যবস্থা।

অবশ্য স্বেচ্ছাসেবকদের অনেকেই অবসাদ, শীত অনুভূত হওয়া, মাথা ও পেশীতে ব্যাথা এবং ইঞ্জেকশনের জায়গায় ব্যাথা অনুভবের কথা বলেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, বর্তমানে হিউম্যান ট্রায়ালে রয়েছে কমপক্ষে ২৫টি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন।

Exit mobile version