Site icon Jamuna Television

মস্তিষ্কের চাপ কমাতে পেটের ভিতর রাখা হল মাথার খুলি!

কোমা থেকে রোগীকে বাঁচাতে মাথার খুলি খুলে ৯০ দিনের জন্য পেটে রাখা হয়েছে। এমন অস্ত্রোপচার হয়েছে ভারতের কলকাতায়। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, দীর্ঘদিন ধরেই মাথাব্যথা ভবানীপুরের বাসিন্দা বছর ৪২ এর অপালা মিত্রর। হঠাৎই একদিন বাড়িতে সংজ্ঞাহীন হয়ে পরেন তিনি। ১৫ মে নিয়ে যাওয়া হয় পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে। মাথার অ্যানজিওগ্রাফিতে ধরা পরে ভয়ংকর ছবি। মস্তিষ্কের ভেতর যে ধমনী দিয়ে রক্ত চলাচল করে তা দুর্বল হয়ে বেলুনের মতো ফুলে উঠেছে। কোমায় চলে যায় রোগী।

এরপরই মস্তিষ্কের শল্য চিকিৎসক অমিতকুমার ঘোষ বিরলতম সার্জারি করেন। মস্তিষ্কের চাপ কমাতে খুলির ১২ সেন্টিমিটার অংশ পেটের চামড়ার নিচে রেখে দেওয়া হয় অস্ত্রোপচার করে। ৯০ দিন পর আবার মাথায় রাখা হবে।

Exit mobile version