Site icon Jamuna Television

২৯ ভাগ কমিয়ে চামড়ার দাম নির্ধারণ

এবার কোরবানির ঈদে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধার্য করা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। যা গত বছরের চেয়ে ২৯ শতাংশ কম। আর ঢাকার বাইরে নির্ধারণ হয়েছে ২৮ থেকে ৩২ টাকা।

রাজধানীতে প্রতিবর্গফুট খাসির চামড়ার দাম ধার্য হয়েছে ১৩ থেকে ১৫ টাকা। বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ টাকা। সকালে চামড়া নিয়ে সব পক্ষের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই দাম নির্ধারণ করেন।

মন্ত্রী জানান, করোনা এবং বন্যার কারণে গত বছরের চেয়ে কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে। দাম কম থাকায় গত বছরও ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। অনেকে চামড়া বিক্রি করতে না পারায় পচে নষ্টও হয়ে যায়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা চামড়া রফতারি বিষয়েও চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। ঈদের দিন চামড়া স্থানান্তর না করার পরামর্শ দেন ব্যবসায়ীরা।

Exit mobile version