Site icon Jamuna Television

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার, আক্রান্ত ১৪ লাখ

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৩২ হাজার, আক্রান্ত ১৪ লাখ

করোনাভাইরাসে ভারতে মৃত্যু ৩২ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট শনাক্ত এখন প্রায় ১৪ লাখের কাছাকাছি।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ হাজার ৬৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭০৫ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ৫২২ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন।

এছাড়া এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার শনাক্তের বিপরীতে ৬৩ দশমিক ৯১ ভাগ।

এদিকে গত চার দিন টানা ৪৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে প্রাণহানির সংখ্যাও। প্রায় ১৪ লাখ করোনা রোগী নিয়ে শনাক্তের হিসাবে ভারত এখন বিশ্বে তৃতীয়। আর মৃতের হিসাবে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।

Exit mobile version