Site icon Jamuna Television

পূজার ‘নগদ প্রেম’

পূজার 'নগদ প্রেম'

জনপ্রিয় সংগীতশিল্পী পূজা এবার হাজির হচ্ছেন ভিন্নরূপে। ‘নগদ প্রেম’ শিরোনামের একটি গান করেছেন তিনি। গানটি লিখেছেন ওয়াসিক সৈকত ও সুর-সংগীত নাভেদ পারভেজ। র‌্যাপ গেয়েছেন জি এম আশরাফ। ফোক ফিউশন ধাঁচের গানের সঙ্গে র‌্যাপের সংমিশ্রণে তৈরি এই গানের ভিডিও শুট করা হয় এফডিসিতে। ভিজ্যুয়ালাইজার টিমের তত্ত্বাবধানে নির্মিত গানটির জন্য ২২ ও ২৩ জুলাই চমৎকার সেট বানিয়ে শুটিং করা হয়। নওরিন ফেরদৌসের করা কস্টিউমে গানের সঙ্গে নেচেছেন পূজা ও জন। ডান্স কোরিওগ্রাফি ফ্লাই ফারুক। ভিডিওটি পরিচালনা করেছেন মেধাবী চলচ্চিত্র পরিচালক সৈকত নাসির।

পূজা এ প্রসঙ্গে জানান, গানটি ফোক ধাঁচের চটুল ধরনের। গানটির মিউজিক ভিডিওতে আমি মডেল হিসেবে একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছি। অন্যান্য গানে আমাকে সবাই দেখেছেন শিল্পী হিসেবে, এবার আমি নিজের গানেই সানজু জনের সঙ্গে মডেল। নাচও করেছি। সেই জন্য দুই দিন রিহার্সেলও করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।

Exit mobile version