Site icon Jamuna Television

কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা মনিটরিংয়ে ৯ সদস্যের টাস্কফোর্স

করোনা মহামারিতে কোভিড-১৯ প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থা মনিটরিংয়ে ৯ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৯ সদস্যদের কমিটি হাসপাতালের লাইসেন্স, ফি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম তদারকি করবে। কমিটির সদস্য হিসেবে স্বাস্থ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে যুগ্মসচিবকে রাখা হয়েছে।

টাস্কফোর্সের আহ্বায়ক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল বলেন, শীঘ্রই টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হবে। কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version