Site icon Jamuna Television

শেখ হাসিনা নেতৃত্বে থাকলে দেশ এগিয়ে যাবে: ওবায়দুল কাদের

করোনার এই মহামারিতে চলমান উন্নয়নে কিছুটা বাধা সৃষ্টি হলেও শেখ হাসিনা নেতৃত্বে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে নিজ বাসভবনে ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এই মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অর্জন বিশ্বব্যাপী স্বীকৃত।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক, দেশের আইসিটি বিপ্লবের স্থপতি।

বইটির প্রকাশক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

Exit mobile version