Site icon Jamuna Television

বন্যার পানিতে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে বোনেরও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ.

নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে ভাই বোন।

রোববার (২৬ জুলাই) দুপুরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা রাজশাহী জেলার বাগমারা উপজেলার নওদাপাড়া গ্রামের ইয়ানত আলীর ছেলে ইরান (৮) এবং ইরা (১৬)।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন জানান, দুপুরে আত্রাই নদীর পানি দেখতে আসে দুই ভাইবোন। এসময় ইরান পানিতে পড়ে গেলে বড় বোন ইরা তাকে বাঁচাতে পানিতে ঝাপ দেয়।
দুই জনেই পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা হাসপাতালে নেয়। এরপর চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

অন্যদিকে জেলার বদলগাছি উপজেলার নতুন হাট এলাকায় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পলক নামে দশম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে।

নিখোঁজ পলক বদলগাছি উপজেলার মাষ্টার পাড়া মহল্লার বাসিন্দা রতন কুমার মন্ডলের ছেলে। নিখোঁজের পর স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

Exit mobile version