Site icon Jamuna Television

মাগুরায় ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

মাগুরা প্রতিনিধি:

ফড়িং ধরাকে কেন্দ্র করে মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় বাদশা সিকদার (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিন নারী আহত হয়েছে।

নিহত বাদশা সিকদারের স্ত্রী জুলেখা বেগম জানান, আজ রোববার সকালে আমার নাতি ছেলে শিশু আব্দুল্লাহ ফড়িং ধরতে গেলে পাশ দিয়ে যাওয়া প্রতিবেশী যুবক সাগরের গায়ে সামান্য আঘাত লাগলে সাগর আব্দুল্লাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এ সময় আমার স্বামী বাদশাসহ আমরা সবাই মারামারি ঠেকাতে গেলে সাগরসহ সাগরের সহযোগীরা আমাদের সবাইকে রামদা ও লাঠি দিয়ে মেরে গুরুতর জখম করে। পরে আমরা সবাই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হই। বিকালে চিকিৎসাধীন
অবস্থায় আমার স্বামী মারা যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, রোববার সকাল ১০টার দিকে মাগুরা সদর উপজেলার পুখুরিয়া গ্রামে ফড়িং ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা সিকদার (৬০), তার স্ত্রী জুলেখা বেগম (৫০), ছেলের স্ত্রী রিপা বেগম (২৫) ও জোছনা বেগম (৬০) গুরুতর আহত হয়। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে বিকাল সাড়ে পাঁচটার দিকে বাদশা সিকদার মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে।

ইউএইস/

Exit mobile version