Site icon Jamuna Television

অযোধ্যায় মন্দির নির্মাণ শুরু হলেই দুষ্ট করোনাকে দমন করবে রাম: বিজেপি নেতা

অযোধ্যার সেই বিতর্কিত ভূমিতে রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হলে করোনাভাইরাস পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা ও ভারতের মধ্যপ্রদেশ সংসদের প্রটেম স্পিকার রামেশ্বর শর্মা। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

তিনি বলেন, রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হলে ভগবান রাম সন্তুষ্ট হয়ে দুষ্ট এই ভাইরাসকে দমন করবেন।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে রামেশ্বর শর্মা বলেন, ‘তিনি (ভগবান রামচন্দ্র) মানবজাতির কল্যাণে এবং রাক্ষসদের হত্যা করার জন্য পুনর্জন্ম নিয়েছিলেন। রামমন্দিরটি নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা মহামারীর ধ্বংসও শুরু হবে।

তিনি বলেন, ‘কেবল ভারত নয়, গোটা বিশ্ব করোনভাইরাসের কারণে ভুগছে। ফলে আমাদের পবিত্র দেব-দেবতাদের স্মরণ করছি। সুপ্রিম কোর্টও রামমন্দির তৈরির নির্দেশ দিয়েছে।

Exit mobile version