Site icon Jamuna Television

গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ যুবক গ্রেফতার

স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জে সাড়ে তিন লাখ ভারতীয় রুপিসহ মাহফুজ মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা খেয়াঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজ মোল্লা নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়ফা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গতিবিধি সন্দেহ হলে মাহফুজ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে সাড়ে তিন লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাহফুজের বড় ভাই রুবেল মোল্লা ঢাকায় হুন্ডির ব্যবসা করেন। তার সাড়ে তিন লাখ ভারতীয় রুপি নিয়ে ঢাকায় যাচ্ছিলো মাহফুজ। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ইউএইস/

Exit mobile version