Site icon Jamuna Television

বাবা হলেন সার্জিও রামোস

ভক্তদের আবারও সুখবর দিলেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের স্প্যানিশ এই ডিফেন্ডার তৃতীয় সন্তানের বাবা হলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রামোস এই খুশির সংবাদ প্রকাশ করেন। রামোস ও তার টিভি উপস্থাপিকা বান্ধবী রুবিও সন্তান কোলে নিয়ে হাসপাতালের বাইরে ক্যামেরাবন্দি হন। বর্তমানে মা এবং সন্তান পুরোপুরি সুস্থ আছে ।

রাশিয়া বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের সঙ্গেই ছিলেন রামোস। কিন্তু সন্তান জন্মের খবর পেয়েই হাসপাতালে ছুটে যান তিনি। তৃতীয়বারের মতো বাবা হতে পেরে দারুণ উচ্ছ্বসিত রামোস। এ প্রসঙ্গে ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আলেজান্দ্রোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আজ (রবিবার) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে পৃথিবীর আলো দেখেছে সে। এসময় তার ওজন ছিল ৩.১ কেজি। এমন আনন্দ ভাগ করার জন্য পিলার রুবিও তোমাকে ধন্যবাদ জানাই। খুব ভালোবাসি তোমাকে।’

২০১২ সাল থেকেই রুবিওর সঙ্গে প্রেম করছেন সার্জিও রামোস। আলেজান্দ্রোর আগেই দুই সন্তানের জনক-জননী হয়েছেন তারা। প্রথম সন্তান সার্জিও জুনিয়রের বয়স তিন বছর। আর দ্বিতীয় সন্তান মার্কোর বয়স দুই বছর।

Exit mobile version