Site icon Jamuna Television

ভারতের আদালতে জ্যাক মাকে তলব

ভুয়া খবর ছড়ানোর অভিযোগে চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার কর্ণধার জ্যাক মাকে ভারতে তলব করল গুরুগ্রাম আদালত। আলিবাবা অধীনস্থ ইউসি নিউজ এবং ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়ো খবর ছড়ানোয় আপত্তি জানানোয় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করেন সংস্থার এক প্রাক্তন কর্মী। গুরুগ্রাম আদালতে সেই মামলার শুনানি চলছে। তাতেই জ্যাক মাকে ডেকে পাঠানো হয়েছে।

আলিবাবার মালিকানাধীন ইউসি নিউজ ও ইউসি ব্রাউজারের মাধ্যমে ভুয়া তথ্য প্রচার হতো, যা সামাজিক অস্থিরতা তৈরিতে ভূমিকা রাখে। চীনের বিরুদ্ধে যায় এমন তথ্য প্রচারে সেন্সরশিপের অভিযোগও ওঠে। এ বিষয়ে আপত্তি জানানোয় চাকরিচ্যুত করা হয় ওই ভারতীয় কর্মীকে। তার করা মামলার শুনানিতেই জ্যাক মা’সহ প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মীকে তলব করা হয় আদালতে। ২৯ জুলাই আদালতে উপস্থিত হয়ে অথবা আইনজীবী পাঠিয়ে বক্তব্য জানাতে পারবেন তারা।

এমন সময় এই চীনা ধনকুবেরকে তলব করা হলো যখন সীমান্ত ইস্যুতে দু’দেশের সম্পর্কে চলছে উত্তেজনা। লাদাখে সংঘর্ষের পর আলিবাবার ইউসি নিউজ, ইউসি ব্রাউজারসহ অন্তত ৫৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার।

Exit mobile version