নভেল করোনাভাইরাসে যে হারে মানুষ গোটা পৃথিবীতে আক্রান্ত হচ্ছেন, প্রায় একইভাবে সুস্থও হচ্ছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার রাত ৮টা পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা কোটি ছাড়িয়েছে।
নতুন এই রোগটি থেকে এখন পর্যন্ত সেরে উঠেছেন, এক কোটি ৯২ হাজার ৪১৪ জন। করোনাভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৫৩ হাজার ২৯৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৭৪১ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৫৬ লাখ ৬৯ হাজার ৮৬৯ জন চিকিৎসাধীন এবং ৬৬ হাজার ৩৮৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

