Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে বন্দুকধারীর হামলায় একজন নিহত

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে বন্দুকধারীর হামলায় একজন নিহত

যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। শনিবার রাতে টেক্সাসের অস্টিন শহরে চলন্ত গাড়ি থেকে এলোপাতারি গুলি চালালে আহত হন বিক্ষোভকারী।

এরপর তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সবমিলিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর দুই মাস পূর্তির দিন শনিবার ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশেষ করে সিয়াটল ও পোর্টল্যান্ড শহরে চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতাকে দাঙ্গা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে সিয়াটলের ক্যাপিটাল হিলে বিশাল বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ফ্ল্যাশ ব্যাংস ও পিপার স্প্রে ব্যাবহার করে পুলিশ। সহিংসতার অভিযোগে আটক করা হয়েছে ৪৫ জনকে। এরআগে বিক্ষোভকারীরা শহরের একটি ভবনে আগুন ধরিয়ে দেয়।

Exit mobile version