Site icon Jamuna Television

কাশ্মিরে ভারতীয় আধাসামরিক জওয়ানের আত্মহত্যা

ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় আধাসামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্য তার সঙ্গে থাকা সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে। খবর কাশ্মির ভিত্তিক গণমাধ্যম কাশ্মির অবজারভার’র।

কাশ্মিরের শ্রীনগরে সিআরপিএফ’র মুখপাত্র পঙ্কজ সিং বলেন, শ্রীনগরে রামবাগ এলাকায় পিন্টু মন্ডল নামে এক সিআরপিএফ জওয়ান তার সাথে থাকা সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছে। তার বাড়ি ভারতের পশ্চিম বঙ্গে।

পঙ্কজ আরও বলেন, কী কারণে সে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে সিআরপিএফ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, করোনা পরিস্থিতিতে মানসিক চাপে পরে ওই জওয়ান আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version