Site icon Jamuna Television

আগামীকাল শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা

আগামীকাল শুরু পবিত্র হজের আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। এ বছর অংশ নেয়ার সুযোগ পেয়েছেন দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি।

অংশ নেয়াদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। করোনার কারণে মক্কায় প্রবেশের আগে, নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেনটাইনে ছিলেন সবাই। মক্কায় ঢুকে হোটেলে আইসোলেশনে ছিলেন চারদিন।

প্রশাসনের পক্ষ থেকেই দেয়া হচ্ছে এহরামের কাপড়’সহ আনুষাঙ্গিক জিনিসপত্র। হাজীরা জমজম কূপের পানিও পাবেন বিশেষ জীবাণুমুক্ত বোতলে। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন মুসল্লিরা।

Exit mobile version