Site icon Jamuna Television

যে কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েই চলেছে। করোনা মহামারির মধ্যেও সোমবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বাজার রেকর্ড মূল্য সৃষ্টি করেছে। বিবিসি বলছে, মহামারির কারণে বিনিয়োগকারীরা তাদের টাকা নিরাপদ রাখতে স্বর্ণের পেছনে বিনিয়োগ করছেন।

এর পেছনে কারণ হিসেবে দুর্বল অর্থনীতি ও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথা বলা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র-চীন রাজনৈতিক অস্থিশীলতার বিষয়টিও এর সঙ্গে যুক্ত হয়েছে।

বিশ্ব বাজারে ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এক আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১,৯৪৪ দশমিক ৭৩ ডলার। এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে স্বর্ণের রেকর্ড মূল্য ছিল ১,৯২১ ডলার। এ বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ২৮ শতাংশ বেড়েছে।

তবে অনেক বিনিয়োগকারী স্বর্ণের মতো মূল্যবান পদার্থের পেছনে বিনিয়োগ করতে আগ্রহী নন, কারণ এখান থেকে কোনো লভ্যাংশ বা ডিভিডেন্ড পাওয়া যায় না। তবে এটাকে তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করেন।

সাধারণত দেখা গেছে ভূরাজনৈতিক উত্তেজনার সময় স্বর্ণের দাম বৃদ্ধি পেয়ে থাকে। এছাড়া মার্কিন ডলারের মূল্য কমে যাওয়াও এর পেছনে আরও একটি কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউএইস/

Exit mobile version