Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ৩য় ধাপের পরীক্ষা শুরু করেছে মডার্না

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের ৩য় ধাপের পরীক্ষা শুরু করেছে মডার্না

যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি মডার্নার ভ্যাকসিনের ৩য় ধাপের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই পরীক্ষা দেশটির প্রায় ১০০ গবেষণা প্রতিষ্ঠানে চালানো হবে। এর প্রথম ডোজ দেয়া হয়েছে জর্জিয়া প্রদেশের সাভান্নাহ অঞ্চলে। খবর সিএনএন।

খবরে বলা হয়, আশা করা হচ্ছে, ৩০ হাজার স্বেচ্ছাসেবকের দেহে এই ভ্যাকসিন পরীক্ষা করা হবে। এরমধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে ভ্যাকসিন প্রবেশের পর মানবদেহে এটি নিরাপদ কিনা ও এর প্রতিক্রিয়া কি হয়।

ইতিমধ্যে মডার্না দাবি করেছে, তাদের ভ্যাকসিন করোনা প্রতিরোধে সক্ষম। তবে তাদের ভ্যাকসিনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। এরমধ্যে রয়েছে পেশিতে ব্যাথা, ইনজেকশন দেয়ার স্থানে দীর্ঘদিন ব্যাথা করা, অবসাদ ও মাথা ব্যাথা।

তৃতীয় ধাপের পরীক্ষায় স্বেচ্ছাসেবকদের ১০০ মাইক্রোগ্রামের দুটি ডোজ নিতে হবে বলে জানিয়েছে মডার্না।

Exit mobile version