Site icon Jamuna Television

ইনজুরিতে এমবাপ্পে, খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা হচ্ছে না পিএসজির আক্রমণভাগের অন্যতম সদস্য কিলিয়ান এমবাপ্পের। পায়ের গোড়ালি মচকে যাওয়ার সাথে লিগামেন্টের ইনজুরিতেও পড়েছেন তিনি।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে মৌসুমের ২য় শিরোপার স্বাদ পেলেও, বেদনাটাই বেশি ছিলো প্যারিস সেইন্ট জার্মেই’র জন্য। প্রতিপক্ষের বাজে ট্যাকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। স্ক্যান করার পর রিপোর্ট আসে লিগামেন্টে আঘাত পাওয়ারও। এর জন্য প্রায় ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে। ফলে মৌসুমের ৩য় শিরোপা জয়ের পথে তাকে পাচ্ছে না পিএসজি। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার বিপক্ষেও তার খেলার সম্ভাবনা নেই। তবে সেমিফাইনালে উঠলে এমবাপ্পের খেলার সুযোগ রয়েছে।

Exit mobile version