Site icon Jamuna Television

২০ বছর ধরে হেলমেট পরে থাকেন এই নারী

মরক্কোর বাসিন্দা ফাতেমা গাজেভি। বিরল ত্বকের রোগের কারণে বিগত প্রায় ২০ বছর ধরে তিনি মাথায় মহাকাশচারীদের হেলমেট পড়ে আছেন। খবর ডেইলি মেইল।

ফতিমার এই রোগের নাম জিরোডার্মা পাইগামেন্টোসাম। এই রোগে আক্রান্তদের ত্বকে রোদ লাগলে মারাত্মক ক্ষতি হয়। সাধারণত প্রত্যেকের শরীরে বিশেষ করে মুখে রোদ পড়তে পড়তে একসময় চামড়া পুড়ে যায়, তবে কোষগুলি তা নিজে থেকেই ঠিক করে। কিন্তু এই রোগের কারণে নিজে থেকে কোষ আবার ঠিক হতে পারে না। এই পরিস্থিতিতে মুখে সূর্যের আলো পড়লে ত্বকে ক্যান্সার হতে পারে।

ফতিমার বয়স ১৩ ছিল, সে সময় তার এই রোগ ধরা পড়ে। তিনি গত ২০ বছর ধরে হেলমেট পরে শরীরকে রোদের হাত থেকে বাঁচিয়ে রাখছেন।

ফতিমা এ কারণে দিনের বেলা বেশির ভাগ সময় ঘুমায় এবং রাতে বাইরে বের হয়। রোদ না থাকলেও এ ঘর থেকে বাইরে বেরোতে মাস্ক ও গ্লাভস ব্যবহার করে।

Exit mobile version