Site icon Jamuna Television

জমেনি রাজধানীর পশুর হাট

কোরবানির আর মাত্র ৩ দিন বাকি থাকলেও, জমেনি রাজধানীর পশুর হাটগুলো। হাটে পর্যাপ্ত গরুর সরবরাহ থাকলেও ক্রেতা উপস্থিতি একদমই কম।

দেশের বিভিন্ন জেলা থেকে পশু নিয়ে হাটে এসেছেন, বিক্রেতারা। তাদের আশা, আজকালের মধ্যে জমে উঠবে বেচাকেনা। করোনা পরিস্থিতিতে এবার গরু-ছাগলের কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কা আছে বেপারীদের।

তবে, অল্প যে কজন ক্রেতা হাটে যাচ্ছেন, তাদের দাবি, পশুর দাম গতবারের তুলনায় বেশি। ক্রেতাদের বেশিরভাগই এখনও দাম যাচাই-বাছাই করছেন। মাইকিং করা ছাড়া, স্বাস্থ্যবিধি নিশ্চিতে, ইজারাদারদের আর কোনো তৎপরতা চোখে পড়েনি।

Exit mobile version