Site icon Jamuna Television

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্টে শাস্তির মুখে ৫ নারী

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্টে শাস্তির মুখে ৫ নারী

টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে শাস্তির মুখে পড়লেন মিসরের ৫ নারী। সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে দেশটির একটি আদালত তাদেরকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও করা হয়েছে। খবর আল জাজিরাহ।

খবরে বলা হয়, মিসরের ৫ নারী টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও’র কারণে তাদের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। এর পাশাপাশি সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও ধার্য করা হয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারেন। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে।

সাজাপ্রাপ্তদের মধ্যে গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেফতার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখ ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তার অনুসারীরাও তার সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এছাড়া মেয়েদেরকে ভিডিও অ্যাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়ে অর্থও নিতেন হানিন।

পরে মে মাসে গ্রেফতার হন আল-আধম নামের আরেক নারী। টিকটকে তার ফলোয়ার রয়েছে প্রায় ২০ লাখ। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল।

Exit mobile version